যেখানে খুশি জমুক কালো মেঘ
তবু বৃষ্টি তোমাকে ভেজাতে চাই না।
পৃথিবীর গভীরতম ঘড়ির যে পেন্ডুলাম
ভালোবাসা, চিরদিনই বকের মতো সাদা।
ঠিক এখান থেকে কতদূরে তুমি ইরা?
পৃথ্বী মাঝেও কি তুমি বিকশিত তারা?
এবড়ো খেবড়ো জীবন কনসার্টে
মাটি হাওয়া রং ডেসার্টে
আততায়ী উৎসব।
আচ্ছা, ভালোবাসি এ কথা; না বললে কি
ভালোবাসা যায় না, নাকি ভালোবাসা হয় না?
ভালোবাসলেই তাকে পেতে হবে
এমন সংবিধান অবশ্য কোন দেশে নেই
আর নেই বলেই আমি সফলভাবে ব্যর্থ, এটা বুঝতে-
কেন এক আনালায় আমাদের জামা কাপড় থাকে না!
এতো বৃষ্টি হয় পৃথিবীতে তবু আজো আমি চাই না
তোমার চোখের বৃষ্টি তোমাকে ছুঁয়ে যাক কখনো…

©® : প্রনব রুদ্র
বিবেকানন্দপল্লী, গাজোল, মালদা।