ইনকা 🍁

যেখানে খুশি জমুক কালো মেঘ
তবু বৃষ্টি তোমাকে ভেজাতে চাই না।
পৃথিবীর গভীরতম ঘড়ির যে পেন্ডুলাম
ভালোবাসা, চিরদিনই বকের মতো সাদা।

ঠিক এখান থেকে কতদূরে তুমি ইরা?
পৃথ্বী মাঝেও কি তুমি বিকশিত তারা?
এবড়ো খেবড়ো জীবন কনসার্টে
মাটি হাওয়া রং ডেসার্টে
আততায়ী উৎসব।

আচ্ছা, ভালোবাসি এ কথা; না বললে কি
ভালোবাসা যায় না, নাকি ভালোবাসা হয় না?

ভালোবাসলেই তাকে পেতে হবে
এমন সংবিধান অবশ্য কোন দেশে নেই
আর নেই বলেই আমি সফলভাবে ব্যর্থ, এটা বুঝতে-
কেন এক আনালায় আমাদের জামা কাপড় থাকে না!

এতো বৃষ্টি হয় পৃথিবীতে তবু আজো আমি চাই না
তোমার চোখের বৃষ্টি তোমাকে ছুঁয়ে যাক কখনো…

©® : প্রনব রুদ্র
বিবেকানন্দপল্লী, গাজোল, মালদা।

Published by B O I K A A L

লেখার স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের; কারোর থেকে অনুপ্রেরণা নিয়ে না অনুকরণ করে সে দায় বা দায়িত্বটি বইকাল ব্লগ নিতে অপারগ কেননা বিশ্বাস বস্তুটির ওপর ভর করে আমাদের পথ চলা শুরু; এটুকু আমাদের মার্জনা করা হবে আশা করি। যতিচিহ্ন সংক্রান্ত ব্যাপারে সম্পাদক কাজ করলেও লাইন স্পেশিং বা বানানের দায়ভার সম্পূর্ণ লেখকমন্ডলীর। ধন্যবাদ...❤

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started