তীব্রতম যন্ত্রনায় যে কথা
বহুবার বলতে গিয়েও বলা হয়নি তাকে,
আদতে তা কখনোই বলা যায় না সেভাবে।
সে শব্দেরা উচ্চারিত হলে বর্ষব্যাপী বিপর্যয় নেমে আসে সাজানো পৃথিবীর বুকে,
সে শব্দেরা উচ্চারিত হলে নীরব গভীর চিৎকারে
ব্যাহত হয় এই শান্তি অরণ্যে সমস্ত সুখ পাখিদের রাত্রিকালীন ঘুম,
সে শব্দেরা উচ্চারিত হলে ক্রসিং পয়েন্টে সারাটাদিন জুড়ে একটিও গোলাপ গোলাপ বিক্রি হয় না ভুখা ছেলেটির হাতে,
সে শব্দেরা উচ্চারিত হলে সদর দরজার পাশে মিথ্যে হয়ে যায় পৃথিবীর সমস্ত মায়ের অনন্ত অপেক্ষা,
সে শব্দেরা উচ্চারিত হলে রঙিন আলোক চাদরে ঢাকা দীপাবলি রাত দৈনতা ঢাকতে পারে না ফুটপাত জুড়ে ,
আসলে তীব্রতম যন্ত্রনায় যে কথা
বহুবার বলতে গিয়েও বলা হয়নি তাকে ,
আদতে তা কখনোই বলা যায় না সেভাবে।

: সৌভিক ঘোষ, রজিপুর, হাসনাবাদ