বাঁধা পরিত্যাগ রাজপত্নী
মাঠে উড়ে যাওয়া ফুটবল তরী
উড়ে যায় গোলের দিকে,
পা দিয়ে ছুটে নিয়ে যায়
হাজার শ্রমিক , বিবেক হীন।
কত মানুষ হাততালি দেয়
মানুষের মৃত্যু দেখে ;
যে মানুষকে বলি দিতে
নিয়ে আসে – তাকে বোঝানো হয়েছে
তোমার মৃত্যু পুন্য দেশের কল্যাণের জন্যে।
ছিন্ন মাথা রক্তে ডুবে চিৎকার করে
বেঁচে থাকার জন্যে
তখন পুণ্যবান সাধু আনন্দে হাসে,
সত্যি কি ! শান্তি এসেছে – ঘরে ঘরে
দেবতা কি এসেছে নেমে ;
যে মানুষ দিনরাত জীবন বাঁচাবার
ব্রত নিয়েছে জীবনে,
সেই যন্ত্রণার মৃত্যুর দরজা থেকে টেনে নিয়ে
আলো দেখার জীবন্ত জীবনের
মানে বোঝায় –
সেই মানুষটা হাসপাতালে ।
মন বেঁচে থাকার মানুষের মন্দির গড়ে
তুলেছে—সেই বুঝেছে
জীবন কত যে আনন্দময় ।
কত যে আলো ভরে গিয়েছে
মায়ের কোলে – শিশুর হাসি ভরা
মুখ খানি ।
সংলগ্ন আশ্রয় –সারাদিন ঘরের মধ্যে
আকাশটা একবার দেখতে ইচ্ছে করে ,
নুন ঝাল মেশানো ছোলা চিনেবাদাম ও
চাল ভাজা খেতেও ভাল লাগে
কেন জেলখানার জমাদার
ভিতরে এলো তবু সে বোঝেনি।
———————————————————————-

: নিত্যরঞ্জন মন্ডল- হাওড়া , চুনাভাটী , সরকার পাড়া