বৃষ্টি আর মেঘের প্রেম শুরু হয় ফিজিক্স ব্যাচের এক সন্ধ্যায়। দু-জনেই বাড়িতে জানায় নিজেদের সম্পর্ক আর ভালবাসার কথা। কিন্তু, দু-জনের মায়েরাই বলেন, “আগে নিজের পায়ে দাঁড়াও তারপর এক অপরের দায়িত্ব নিও।”
একদিন দুদিন করে দশ-বছর কেটে গেল। আজ মেঘ একজন প্রতিষ্ঠিত ডাক্তার আর বৃষ্টি একটি নাম করা মাল্টি ন্যাশানাল কোম্পানিতে চাকরীরতা।
এক সন্ধ্যেবেলায় মেঘ, বৃষ্টির সাথে দেখা করতে চায় কফিশপে। সেখানে ও বৃষ্টিকে জানায়, ও জার্মানি যাচ্ছে হায়ার স্টাডিজ়ের জন্যে।
দেখতে দেখতে কেটে গেছে আরও দশটা বছর। আজ বিদেশে স্ত্রী-সন্তান-সন্ততিদের নিয়ে সুখে পরিবার কাটাচ্ছে মেঘ।
আর বৃষ্টি?
আজও আকাশের দিকে চেয়ে দিন কাটাচ্ছে। কখন মেঘ আসবে আর মেঘের কোলে টুপ করে বৃষ্টি ঝড়ে পড়বে…

: সাগ্নিক রায়; খাগড়াবাড়ি, নাট্যসংঘ, কোচবিহার