আগলে রাখার দায়িত্বটা তোমার হোক
রাগলে আমার আগুন মাথার ঠিক থাকে না
জানোই তো শব্দ চাষা ফালতু লোক
মেঘের বুকে জলের রঙে ফুল আঁকে না
যদিও প্রেম বিগড়ে যাবে তেমন নয়
কষ্ট এবং প্রেমটা মেখে ঘর করি
মুসাফিরের রাস্তা চলা যেমন হয়
সিঁদুরে মেঘ দেখলে তাকে গড় করি
কাঁধের ঝোলায় উপচে পড়ে স্বপ্ন দোষ
লজ্জাশীলের ফাঁদের ভিতর গভীর গিঁট
কেউ ভাবে না চৌকাঠেই থাক পাপোশ
চাদর ভরা অনাহুত শুক্রকীট
তাই ভেবেছি পথের কাঁদন থাক পথে
কপাল থেকে ফেলছি মুছে ফালতু শোক
সুখে ওরা দুই পা দোলাক সুখ রথে
আগলে রাখার দায়িত্বটা তোমার

: কিশলয় গুপ্ত