ঝিলমিল রোদ গাছে
দূর হতে পাখিদের ডাক আসে
পাখিটাও বুঝি আজ রয়েছে উপোস মৌমাছিটাও যেন এসে আঙ্গিনায় চাইছে খোরপোষ
তোমরা যে বলছো- পৃথিবীটার সব শেষ হয়ে গেছে
তা আসলে ঠিক নয়;
এই বিশ্বযুদ্ধ একদিন থামবে নিশ্চয়,
হতাশার বাতাস দিয়ে আশার আলোটা ফেলোনা নিভিয়ে
হে বিশ্ববাসী, লেগেছে যে গ্রহণ এ বিশ্বের গায়ে
ছুটে চলেছে আগুনের দুরন্ত গতি মানুষের পায়ে পায়ে
দড়ি দিয়ে সংক্রমণকে যাবেনা বাঁধা
সতর্কতাই একমাত্র পথ
নিতে হবে শপথ
এই গলা সাধা, এই অনুরোধই;একমাত্র পথ
ছোটার কাছে আজ নেই কোনো বাহুলতা
নেই কোনো পরিচয়ের হিম্মত
থেমে যাও, থেমে যাও।
থেমে যাওয়াতেই বরং আছে এখন জীবনের সম্মত
বাস্তবের হাড়িতে স্বপ্নের দানাগুলো গচ্ছিত রেখে দাও
রেখে দাও ব্যস্ততা,সুস্থ্য হোক সভ্যতা
সুন্দর পৃথিবীর মাঝে এই বিকলাঙ্গ জীবন আমারও যে আপন
তবু রাখি সাহস,
তবু খুঁজি সরস,
বিধ্বস্ত জীবনের কাছে শান্তির আশ্বাসের প্রশ্বাস
ধ্বংসের অন্তিম সীমার কিনারে আসার পূর্বেই
ফিরে যাবো আমরা সৃষ্টির দরবারে
দুর্গম মেরু শেষে যাবো ফিরে যাবোই
এই মহামারী সংক্রমণকে গলাটিপে মারবোই ।

সুব্রত মিত্র; গড়িয়া- নতুন দিয়াড়া, কোলকাতা ৭০০১৫০,দক্ষিণ চব্বিশ পরগনা।