পৃথিবীর ও একটা মন রয়েছে
আর মানুষ গর্ববোধে শূন্য হয়ে য়ায়
রক্তশূন্য সূর্যের আলোয় আমরা বই পড়ছি
ধর্মগ্রন্থ নয়
সাদা কাগজ
চোখের কুয়াশার জন্য ঝাপসা দেখছি দিগন্ত
আর এ পর্যন্ত আমাদের সব বর্ণনা জলের মতো
জলেও প্রাণ আছে
যেভাবে আমরা বেঁচেছিলাম অনেক বছর
ফাঁকা মাঠের গোড়ালি থেকে ভেসে আসছে গরুর গাড়ির গান
আর মাটির চাকার ঘর্ষণে জেগে উঠছে আকাশ
নক্ষত্রের পাল তাড়া করছে
এমন বিপদসংকুল ছিলো সৃষ্টির উল্লাস
বেশিরভাগ সময় মানুষ শূন্যে ভাসে
আর সঙ্কটে পড়লে পৃথিবীতে নেমে আসে
পৃথিবীর তো একটা মন রয়েছে

: গোলাম রসুল