প্রেম পেলে আসিস আমার কাছে,
বসিস আমার পাশে,
দেখিস আমার দিকে
বলিস না কোন কথা।
কথা বলবে রুপ, আমারা তাকিয়ে থাকবো অযথা।
পড়িস চোখে কাজল
ছোট্ট একটা কালো টিপ
আর তোর সেই, ওই শাড়িটা লালচে কালো ডিপ,
ঘুরবি যখন পিছন আমি দেখব তোর খোলা পিঠ,
তুই চুপ করে বসিস, বলিস না কোন কথা,
বলতে গেলে প্রেম হবে না, শব্দ হবে অযথা।
দেখিস আশেপাশে ফাঁকা সব কটা সিট
তুই আমি সামনাসামনি,
আমার বাঁ হাত, তার নিচে তোর কোমর
আমার ডান হাত, তার নিচে তোর পিঠ
আমার গলা, তার উপরে তোর ঠোঁটের ছেলেখেলা
তুই শান্ত হলেই আমার পালা
আমার দুহাত, তার নিচের তোর গাল
আমার জমে থাকা কথা।
তার উপরে তুই ঠোঁট চালাস
এখন না, প্রেম থেকে ভালোবাসা হলে তখন থামাস।
থামিয়ে দিস হঠাৎ, তাকিয়ে থাকে মাঠ-ঘাট,
আজ ভালোবাসা হোক, প্রেমটা বাকি থাক।
আমার পিঠ, তার নিচে সবুজ মাঠ
আমার বুক, তার উপর তোর চিবুক,
আমি বলি, “চুমু খাবি আয়”
তুই বলিস, “চুপ, একদম চুপ।”

:তোফায়েল হোসেন