আরো দূরে- সেখান থেকে
আরও কিছুটা দূরে-
যেখানে অসীম সবুজ
আধুনিকতার ধূসরতাকে,
তার শান্তির চাদরে ঢেকে গেছে,
যেখানে একলা দুপুরে
মাঠ পেরিয়ে ঘোলা ডোবার
ধারে-ধারে সাদা বক,ডাহুক এসে
অবাধে ভীড় জমায়-
সেখান থেকে আর
মাত্র পঞ্চাশ-ষাট পা এগিয়েই
রামধনু আঁকা প্রেম জাগানো আকাশ,
তার কোলে
বেল,জুঁই,মাধবীলতা আরও
কত বনফুল শান্ত-শীতল বাতাসে
গা দোলায়-
ঠিক সেখান থেকেই
পাঁচ কিংবা ছয় পা পেরোলেই
অসংখ্য রাঙা প্রজাপতি
পাখিদের পালকে অবিরত
রং ছড়িয়ে চলেছে,
মাঝে মাঝেই বৌ-কথা-কও,
হলদেমনি এসে জটলা পাকায়-
সেখান থেকে আর এক পা
এগিয়ে দেখো,
অপূর্ণ একটা ক্যানভাস
ইজেলে দোল খাচ্ছে,
কিছু ডায়েরীর পাতা
ছন্দহীন অসংখ্য স্তবকে ভরা-
আর অর্ধেক পা বাড়াও
দেখবে,ছড়িয়ে-ছিটিয়ে আছে
শুকনো সাদা ছাই !
হয়তো মুঠো-দুয়েক হবে,
হ্যাঁ,ওখানেই
তোমার সেই গোপন
উষ্ণ প্রেম-পত্রটি রেখে যেও।

:সৌরভ মান্না