গুচ্ছকবিতা


অন্য এক জন্ম

অভিমান জমে আছে নিঃশ্বাসে

এলোমেলো স্মৃতির অবগুন্ঠনে দুঃখ সেজে ওঠে

আকাশের ডাকে কুয়াশা ঘরে ফেরে পৃথিবীর কোল ঘেঁষে

সব আলো শুষে নেয় ছন্নছাড়া জীবন

জেগে থাকে দূরে অবিশ্বাসে

যে সব বার্তা ভেসে আসে হাওয়ায়

স্মৃতির শিকলে ঢাকা পড়ে যায়

ঠান্ডা মরদেহে নিস্ফলা বাঁশের আঁচড়

স্পর্শহীন অভিমান বুঝিয়ে দেয় বেঁচে থাকা কেন নিরর্থক

ফিরতে না চাইলেও ফিরে যেতে হয়

স্মৃতির সৌধফলকে

বেলাশেষের শিহরণ অতিক্রম করে বিন্দু বিন্দু নোনাজল

বিষন্ন অন্ধকার রাতে প্রতিদিন শ্মশানঘাটে

অন্য এক জন্ম বেঁচে থাকে…


কবিতা ২

রিরংসা

দগ্ধ হয়েছে চরাচর, ঋদ্ধ লোলুপতা

মাথার খুলি ফেটে ফিনকি দিয়ে উদ্গত তাজা রক্তের তেজস্ক্রিয়তা

উচ্ছিষ্ট মৃতদেহের গন্ধে উদ্ভূত রিরংসা

কবন্ধ বিগ্রহের উপর পাক খায় যূথবদ্ধ শকুন

রসাতল থেকে উঠে আসে তাদের মৃতদেহের নেশা

হৃৎপিণ্ডের রক্তমাংস বরফের মত জমে কাঠ

শ্বাসরোধ করে খুবলে নেবে মৃত চামড়ার স্তর

আগুনকে দেখে জল, মেটাবে বুভুক্ষা

সেই জলাভূমিতে জন্ম নেবে মন্ত্রপূত কঙ্কাল

পরিপূর্ণ মৃত্যুতে প্রমাণিত অদৃষ্টের পরিহাস

নিহত হয়েছে জীবন্মৃত কৃমিময় লাশ

সেই ভোগে লালসা মেটায় ত্রিলোকের জাদুকর

শুষ্কমুখ শকুনের ঠোঁটে মাথাহীন ভাগ্যের আকাশ…


: সৌমিত্র চ্যাটার্জী

Published by B O I K A A L

লেখার স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের; কারোর থেকে অনুপ্রেরণা নিয়ে না অনুকরণ করে সে দায় বা দায়িত্বটি বইকাল ব্লগ নিতে অপারগ কেননা বিশ্বাস বস্তুটির ওপর ভর করে আমাদের পথ চলা শুরু; এটুকু আমাদের মার্জনা করা হবে আশা করি। যতিচিহ্ন সংক্রান্ত ব্যাপারে সম্পাদক কাজ করলেও লাইন স্পেশিং বা বানানের দায়ভার সম্পূর্ণ লেখকমন্ডলীর। ধন্যবাদ...❤

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started