ক্ষমা করো,
আমরা মানতে পারিনি তোমাকে,
ভুলে গেছি তোমার বর্ণপরিচয়,
তাই আজ ভুল বানানে নাম্বার মিলে।
তুমি দিয়েছিলে যে নৈতিক শিক্ষা,
আজ, কে বা মানে সেই কথা,
সদা সত্য কথা বলা
আজ ঠাট্টার বিষয়,
ভাই – বোনদের ভালোবাসা আজ বিরল।
ভুলে গেছি এই তুমি আর আমির সংসারে,
পিতা – মাতাকে শ্রদ্ধা ভক্তির কথা,
তৈরি করেছি বৃদ্ধাশ্রম।
যে বিধবা বিবাহ, বাল্য বিবাহের জন্য তুমি লড়েছিলে,
সেই নারীজাতি আজ বেড়াতে পারেনা একা একা,
মানুষরূপী রাক্ষসরা থাবা বসানোর জন্য প্রস্তুত তাদের শরীরে।
শিক্ষা সংস্কারে তোমার অবদানের কথা মনে রেখে,
আজ আমরা বিদ্যালয় স্থাপন করেছি আনাচে কানাচে,
তাতে সুশীল, বিদ্বান ছাত্র – ছাত্রী তৈরি হয় না,
তৈরি হয় গুরুমহাশয়দের
বিপদে ফেলা ছাত্র – ছাত্রী।
তোমার মাতৃ ভক্তির কথা মনে রেখে,
আজ আমরা বৃদ্ধ পিতা – মাতাকে কাঁদায়,
একটু খাদ্যের জন্য।
তাই ক্ষমা কারো, বিদ্যাসাগর।

: বিষ্ণুপদ ব্যানার্জী