তারারা যখন ঝুঁকে পড়ে মুখের উপর
মাথা তুলি
রাত্রির ভয়কে দূরে রাখতে ওই ছোট ছোট দ্বীপে
ভেসে যাই হাওয়ার পিঠে হাত রেখে
আমাদের একাকীত্ব মিশে যায় আলোয়
কখনও কি ভেবেছো তারাদেরও একাকীত্ব আছে
একবার চেয়ে দেখো দুটি তারার মাঝের সমুদ্রে।

: সাত্যকি
ঋষি অরবিন্দ সরণি
জেলা -উত্তর 24 পরগনা
কলকাতা -700125।