আমাকে স্থবির প্রতিক্রিয়াহীন ভেবে
লাঞ্ছনা বঞ্চনার প্রতিযোগিতার বাণ ভেদ করতো মুহুর্মুহু,
ক্রমে সময়ের সাথে অভিযোজিত হই,
স্রোতস্বিনীর গতি লাভ করি,
ভেতর থেকে না মুচড়ে যাওয়ার কল কল আওয়াজ অনুভূত হয়।
তারপর নদীজ আদ্রতা পেতে কতজনে ছুটে আসে,
কতজনের উপচে পড়া প্রেম মিশতে চায় নদীর বুকে।
বুঝি না এটা নিশর্ত নাকি শর্তবেষ্টিত ভালবাসা যা ক্ষতের মলমের মতো আরামদায়ক।
আজ বঞ্চনার বাণ নদীর সুদূরপ্রসারী গতির কাছে হার মানে, লক্ষ্য ভ্রষ্ট হয়;
আর লাঞ্ছনারা লাঞ্ছিত হয়ে মুখ লুকোয়।
:অমিত জানা