আবীর মেখে লালে লালে
সূর্য ওঠে সাত সকালে
আকাশ নীলে নীল,
সাদা মেঘের ভেলা ভাসে
হাওয়ার দোলা কাশে কাশে
পদ্ম ফোটা বিল ।
শিশির ভেজা সকালবেলা
সোনা রঙের রোদের খেলা
সবুজ ঘাসে ঘাসে,
দিগন্তটা পটে আঁকা
মাঠের মাঝে পথটা বাঁকা
শেফালিকা হাসে।
স্থলপদ্ম ফুটে ওঠে
মধু খেতে ভোমরা জোটে
শাপলা শালুক দোলে,
গাঁয়ের পথে উদাস রাখাল
বাঁশি বাজায় সকাল বিকাল
মনটা হঠাৎ ভোলে।
টইটম্বুর খালে বিলে
আকাশের নীলে নীলে
শারদীয়ার বেলা,
রোদের আঁচল লুটিয়ে পড়ে
শান্ত গাঁয়ের ঘরে ঘরে
বাতাস করে খেলা।
আশ্বিনের এই ভরা মাসে
দুগ্গা ঠাকুর আবার আসে
একটি বছর পরে,
মঙ্গল-শাঁখ বেজে ওঠে
সবার মনে হাসি ফোটে
খুশি ঘরে ঘরে।
মা দুগ্গা আসেন বলে
দুঃখ দৈন্য সবাই ভোলে
পুজোর চারটি দিন,
ঢ্যাম্ কুরা কুর বাদ্যি বাজে
খুশির সাজে সবাই সাজে
মনে সুখের বীণ ।।

___________________________
: গোবিন্দ মোদক
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা
রাধা নগর, কৃষ্ণনগর, নদিয়া