সপ্তদশী পদ্মের কুঁড়ি থেকে প্রস্ফুটিত হয়ে প্রথম আলো দেখা
নতুনকে চেনার অমোঘ আকর্ষণ
শিশির ভেজা ঘাসে হেঁটে গিয়েছিল বকুল তলে
নতুনভাবে পেয়েছিল সেদিন বকুলের গন্ধ
স্বর্ণলতার মতো জড়িয়ে ধরেছিল দেহ মন
চমকে উঠেছিল শিহরণে!
স্বয়ংবরার ইঙ্গিত ছিল তন্ত্রিতে তন্ত্রিতে
জেনে গিয়েছিল অনেক কিছু
হটাৎ করে হয়ে উঠেছিল যুবতী
ধীরে ধীরে চেনা বকুলের গন্ধটা হারিয়ে গেল বাতাসে
পদ্মের পাপড়ি সব গেছে ঝরে
লিপ্সা মনও গেছে হারিয়ে
গোধূলির বাদামী ছায়া পড়েছে মুখে
শুধু মন আজও স্মৃতির প্রান্ত আছে ছুঁয়ে।

————————————-
: অর্পিতা ঘোষ
বিধুবাবু লেন,চৌরাস্তা,
পোস্ট- কৃষ্ণনগর
জেলা- নদীয়া
ভারত
পিন- ৭৪১১০১