করিডর ভেঙে দেখছে শালিক
কচু পাতায় সামান্য জল,
একটা ইঁদুর হেটে চলে গেল
পাখির কিচিরমিচির অনর্গল।
বট গাছটা করছে চুম্বন
ইটের শরীর ঘিরছে প্রায়,
স্নানঘরে রাজার বাথটব শুয়ে
অহংকার সে তো অভ্যাসের দায়।
আঁকশিটাও আছে একই রকম
ঝাড়বাতিগুলো মিউজিয়ামে,
কার্নিশটা আজ হয়েছে হাসপাতালে
পাখির জন্ম হয় সেখানে।
বেশ তো ছিলো সব হারিয়ে
বটবৃক্ষকে সঙ্গী করে,
রাজার সৈন্যদল নেই বলেই কি
প্রোমোটার এলো বন্দুক ধরে।
স্তম্ভ জানে সময়ের মূল্য
স্মৃতির পাঁজরে আধুনিকতার ফাঁস,
বটবৃক্ষ এখন রাজ্যের সৈন্য
বুলডোজারের ছোঁয়ায় নিমেষে ইতিহাস।
ঘোড়ার আস্তাবল বদলে গেল
অশ্বের বদলে গাড়ির শোরুম,
কত নর্তকীর জীবন কেঁদেছে
বাইজিখানা আজ পার্লার রুম।
সেনাপতি এখন সিকিউরিটি গার্ড
দূরবিনের বদলে সিসিটিভি,
তালপাতার পাখাগুলোর ভীষণ অভিমান
আমায় ছেড়ে,এসিকে কেন নিবি!
অগ্রগতির চাকা হাসে মুখ টিপে
পিলারের হাঁ মুখ স্মৃতিস্তম্ভ গিলে খায়,
রাজবাড়ির মৃতদেহ কবরে শুয়ে পড়ে
ফুলের বদলে শপিংমল ফুটে যায়।
…………………..
নাম-সৈকত গোস্বামী
ঠিকানা-রথতলা,কল্যাণী,নদীয়া