হাজার বছর আগেও আমরা বলেছিলাম
‘একদিন ঠিক আসবে।’
একশো বছর আগেও আমরা বলতাম
‘দেখে নিও একদিন ঠিক আসবে।’
শতবর্ষ পরেও আজও আমরা বলি
‘আসবে আসবে, একদিন ঠিক আসবে।
‘
আমরা হাজার বছর অপেক্ষা করেছি
আমরা একশো বছর অপেক্ষায় ছিলাম
আমরা আজও অপেক্ষায় আছি
একদিন কি এসেছে? একদিন কি আসেনি? একদিন কি আমাদের পাশ দিয়ে চলে যায়নি ?
আমরা কি একদিনকে চিনতে পেরেছি?
নাকি একটা অনাগত একদিনের জন্য
আগত একদিনকে অবজ্ঞা করেছি মাত্র?
আমরা কি দেখেও না দেখার ভান করেছি
ছুঁড়ে ফেলে, চাপা দিয়ে, মুখ বন্ধ করে রেখেছি
যেই একদিন আমাদের সম্মুখে এসেছিল একদিন।আমরা কি সত্যিই চিনতে পারিনি একদিনকে?
আমরা এখনো বহুদিন থেকে অপেক্ষায় আছি
‘একদিন আসবে’ বলে।
যে একদিন হবে আমাদের একটা
সত্যি কারের একদিন।
যে একদিন হবে আমাদের ইচ্ছে পূরণের একদিন
যে একদিন হবে আমাদের স্বপ্ন পূরণের একদিন
কিন্তু, একদিনে কি সব ইচ্ছে, সব স্বপ্ন পূরণ হয়?

: কৃষ্ণ রায়।