যেটুকু সময় চুপ করে বসে থাকা, সেইটুকুই সময় যেন ছুটে বেড়ানোর।
ছুটে যাই সেই পথে, যেই পথে যাওয়ার ইচ্ছে প্রবল।
আজ আর কোন বাঁধা নেই।
এইতো সময় নিজের কাছে আরো কিছুটা এগিয়ে আসার।
বসে আছি।
তবুও যেন হেঁটে যাচ্ছি সেই পথে,
যেই পথ চিনে নিতে চেয়েছিলাম জন্মের পর।
এই পথ আমার জানা নেই।
এযাবৎ যত জনের সাথে দেখা হয়েছে, নিজের পরিচয় দিয়েছি।
কেউ জানতে চায়নি। তবুও আলাপ করেছি।
যদি আবার ফিরে আসা না হয়, তারা মনে রাখবে,
কেউ এসেছিল, তবুও কোন প্রশ্ন না করেই ফিরে গেছে।
শুধু সাথে করে পথটুকু নিয়ে গেছে।
.jpg)
অভিজিৎ কুমার