সূর্য জ্বলছে
আর হারমোনিয়াম বাজছে
সারা মাঠে ঝরে পড়ছে করুণা
ঠান্ডা হাওয়া
একটি মেয়ের মতো পাতলা গড়ন
চলে গেল
আর তার গানের শেষ শব্দটি আমি শুনতে পাই নি
তখন মেঘ দেখছিলাম
আমার দুঃখ যেখানে আশ্রয় নেয়
আর হারিয়ে যায় বার বার সমুদ্রের দিকে
স্বচ্ছ জলের মতো দৃষ্টি
আমি চিন্তা করছিলাম টুকরো টুকরো পাথর
দুপুর গড়িয়ে
আকাশে বিকেলের চাঁদ

ছবি: গুগল
_______________
: গোলাম রসুল