গোলাপ বলে; আমার বাস দেখো
মাটির উপর হেথায়,
ঘর সাজাবার জিনিস হিসাবে
আমায় নিয়ে সাজায়।
খোঁপাতে পরিপাটি করে
আমায় অতি যত্নে রাখে,
অত বড় কুৎসিত ফুল তুমি
তুলতে গেলে কাঁটা খেয়ে মরে।
পদ্ম বলে ; বৃথা হিংসা
করছো তুমি ভাই,
কাঁটা তো তোমারও আছে
সর্ব অঙ্গে তাই।
আমার উপর বসে থাকেন
শ্বেত বস্ত্র পরিণীতা,
আমার উপর পা দুটি
রাখেন দেবী ইন্দিরা।
আমায় না পেলে পূজা
ব্যর্থ দেবী অম্বিকার।
তাই তো বলি ভাই
হিংসা করো না আর,
হার যদি হয় তোমার হবে
জয় হবে আমার।

:সুস্মিতা চৌধুরী
(সিঙ্গি, কাটোয়া, পূর্ব বর্ধমান , ৭১৩৫১৪ )