লিখিনি বহুদিন
মাথার মধ্যে হিজিবিজি শব্দগুলো
দানা বাঁধে,
অন্ত্যমিল খোঁজে, পায় না।একত্র হয়ে লালকে নীল, আর নীলকে –
না, থাক, ছন্দের কথায় আসা যাক;
ব্যাপ্তি, বিস্তার, প্রসার
ব্যক্তিগত কথার পাহাড়
উপচে পড়ে, অজস্র অনুকরনে।ঘটনার ঘনঘট, শব্দের অণুরণন
অবশেষে পথ হারায়।
মুশকিল আসানের ভান্ডার যখন তলানিতে –
মুখের হাসি বাষ্পীভূত হয়ে
শূন্যকে পূর্ণতা দেয়।এলোমেলো অক্ষরগুলো কবিতা হয়ে ওঠে
জীবনদর্শন শেখায় –
বিচারাধীন আসামীর মত নেয়।।
:প্রদীপ্তা গোস্বামী