কবি ও কবিতা

লিখিনি বহুদিন
মাথার মধ্যে হিজিবিজি শব্দগুলো
দানা বাঁধে,
অন্ত্যমিল খোঁজে, পায় না।একত্র হয়ে লালকে নীল, আর নীলকে –
না, থাক, ছন্দের কথায় আসা যাক;
ব্যাপ্তি, বিস্তার, প্রসার
ব্যক্তিগত কথার পাহাড়
উপচে পড়ে, অজস্র অনুকরনে।ঘটনার ঘনঘট, শব্দের অণুরণন
অবশেষে পথ হারায়।
মুশকিল আসানের ভান্ডার যখন তলানিতে –
মুখের হাসি বাষ্পীভূত হয়ে
শূন্যকে পূর্ণতা দেয়।এলোমেলো অক্ষরগুলো কবিতা হয়ে ওঠে
জীবনদর্শন শেখায় –
বিচারাধীন আসামীর মত নেয়।।

:প্রদীপ্তা গোস্বামী

Published by B O I K A A L

লেখার স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের; কারোর থেকে অনুপ্রেরণা নিয়ে না অনুকরণ করে সে দায় বা দায়িত্বটি বইকাল ব্লগ নিতে অপারগ কেননা বিশ্বাস বস্তুটির ওপর ভর করে আমাদের পথ চলা শুরু; এটুকু আমাদের মার্জনা করা হবে আশা করি। যতিচিহ্ন সংক্রান্ত ব্যাপারে সম্পাদক কাজ করলেও লাইন স্পেশিং বা বানানের দায়ভার সম্পূর্ণ লেখকমন্ডলীর। ধন্যবাদ...❤

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started