বন্দুকের নল থেকে বারুদের গন্ধ নির্গত হয়
কিন্তু ভিনসেন্টের বন্দুক থেকে বেরিয়ে এল একঝাঁক সূর্যমুখী
যার শেকড়গুলো জড়িয়ে গেল ভিনসেন্টের স্নায়ুর সাথে;
আকাশ তখন তারায় তারায় রটাচ্ছে ভ্যান গখের নাম
যে নামের প্রতিটা অক্ষর এক একটা তারার মতন উজ্জ্বল।
ভিনসেন্ট মাথা তুলে দাঁড়াতে পারছে না, মাথা ভার হয়ে আছে
সেই কবেকার একটা ফুলদানির খোঁজে ছটফট শুরু করলো
কিন্তু সেলফ পোর্ট্রেট দেখে থেমে গেল সেই খোঁজা।
এক অদ্ভুত আশ্চর্যের মুখোমুখি দাঁড়িয়ে রইল ভিনসেন্ট,
যে আশ্চর্য ফাঁকা ক্যাফেটেরিয়ায় প্রতিধ্বনিত হয়ে বাড়তেই থাকলো।
ভিনসেন্ট মিলিয়ে গেল এক পর্যটকের ছায়ার মতন
যে কোনো দেশেই থামেনা, অথচ তার নাম ছড়িয়ে পড়ে সর্বত্র!

: অঙ্কুশ পাল