লেখার ভিতরে সব শোক ঢাকা থাকে
এমন তো নয় কনে দেখা আলো মেনে
নিজেকে বিলিয়ে দিয়েছি
অচেনা বকের সারিতে।
সেই বান্দাই নয় এই শর্মা।
ওই দ্যাখো সূর্য ডোবার আগে
ফিরে যাচ্ছে ভাগ চাষী নিজস্ব আলোয়
অভাগী সুখী বৌটা আঁচলে গিঁট দিয়ে
রেখেছে তামাম রাত্রিকে।
আমি দেখে যাচ্ছি অনন্ত চলাচল
আসা যাওয়ার পথে কত ফুল দেখেছি
ঝরে যেতে যেতে একবার দেখে নিয়েছে
মন্দিরের চূড়ায় নিশান।
সব লেখার ভিতরে ঘুমিয়ে আছো তুমি
আমি কি মেঘে বিকিয়ে দিতে পারি
ব্যক্তিগত নিজেকে?

ছবি; সংগৃহিত
: কিশলয় গুপ্ত