রাখীদিনের কবিতা

কোথাও যখন বৃষ্টি পড়ে,
এক রাস্তা পায়ের ছাপ —
ওরাও কিছু গল্প পাক।

কোথাও যখন মশাল জ্বলে,
আঁধার তখন নিচ্ছে মাপ !
আজকে ওরও মনখারাপ —

কোথাও যখন ঘুমের ঘোরে
খুলছে তালা, বাড়ছে তাপ,
এক রাস্তা স্মৃতির ছাপ।

কোথাও যারা বাঁধলো রাখী,
আমরা নিলাম রঙিন বাঁক —
চাইছি তারা সুস্থ থাক।

যুদ্ধ হবেই, হয়তো কোথাও,
হয়তো হাজার, হয়তো লাখ !
তবুও ওরা রক্ষা পাক।

:কৌস্তভ

Published by B O I K A A L

লেখার স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের; কারোর থেকে অনুপ্রেরণা নিয়ে না অনুকরণ করে সে দায় বা দায়িত্বটি বইকাল ব্লগ নিতে অপারগ কেননা বিশ্বাস বস্তুটির ওপর ভর করে আমাদের পথ চলা শুরু; এটুকু আমাদের মার্জনা করা হবে আশা করি। যতিচিহ্ন সংক্রান্ত ব্যাপারে সম্পাদক কাজ করলেও লাইন স্পেশিং বা বানানের দায়ভার সম্পূর্ণ লেখকমন্ডলীর। ধন্যবাদ...❤

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started