কোথাও যখন বৃষ্টি পড়ে,
এক রাস্তা পায়ের ছাপ —
ওরাও কিছু গল্প পাক।
কোথাও যখন মশাল জ্বলে,
আঁধার তখন নিচ্ছে মাপ !
আজকে ওরও মনখারাপ —
কোথাও যখন ঘুমের ঘোরে
খুলছে তালা, বাড়ছে তাপ,
এক রাস্তা স্মৃতির ছাপ।
কোথাও যারা বাঁধলো রাখী,
আমরা নিলাম রঙিন বাঁক —
চাইছি তারা সুস্থ থাক।
যুদ্ধ হবেই, হয়তো কোথাও,
হয়তো হাজার, হয়তো লাখ !
তবুও ওরা রক্ষা পাক।

:কৌস্তভ