আকাশ বলে ধরনী কে ডেকে,
চল না মিলব দুজনায়।
ধরনি বলে সে তো সম্ভব নয়!
আকাশ বলে, ইচ্ছে থাকলে
সবের উপায় হয়!
তুমি কি তবে ভালোবাসোনা আমায়?
এই না বলে, আকাশের হলো মুখভার,
মেঘাচ্ছন্ন আকাশ!
ধরনী বলে আমারও তো সাধ জাগে,
ছুঁয়ে দেখি তোমায়,
কিন্তু সে হবার নয়।
তুমি তো তবু বৃষ্টি রূপে চোখের জলে,
ছুঁতে পার আমায়।
কিন্তু আমি যে নিরুপায়!
তোমার চোখের জলের স্পর্শেই
আমি যে পরিতৃপ্ত, পরিপূর্ণ ।
একি তুমি কাঁদছ, আকাশ!
বৃষ্টি হয়ে আজ
আজ তোমার সাথে মিলে যাই।।

: চন্দ্রানী গুহ রায়
ঠিকানা – দেওয়ানদিঘী, কাটোয়া রোড, বর্ধমান