যদি আমি জোৎস্না রাতে তোমার হাসিমাখা ছায়া হতাম
আর অজান্তে তোমার পিছু নিতাম
যদি দূরে কোথাও বেজে ওঠা সুরের সাথে সুর মেলাতাম
আবার তোমাতে ফিরে ফিরে চাইতাম
যদি কালো মেঘের আঁচলে ভরা অজানা মমতা মাখতাম
আরও কাছে এসে একটু হাসতে পারতাম
যদি আমি দিনের শেষ আর রাত শুরুর চোখ ধাঁধানো চিহ্ন পেতাম
আর নাচাওয়া চোখেও তোমার অভ্যাসের পরিনতি হতাম
যদি ওই আলোকবর্ষ দূরে আধো আলোর খোঁজে একলা পাড়ি দিতাম
আর তোমার ছুড়ে দেওয়া অল্প ভরসা পেতাম
যদি ট্রেনের চাকার চুম্বনে রাজি আবেগ হতাম
আর সব শেষে তোমাকে একটু ছুঁতে পারতাম…

অভিজিৎ মন্ডল; ভিষিন্ডীপুর