উদভ্রান্ত নীরবতায় ত্রিবেণীর সন্ধ্যায়,
দাঁড়িয়ে আছি অনুভূতির আহ্বানে!
জীবন্মুক্ত প্রশ্নেরা উত্তর খুঁজে চলে –
বয়ে চলা সন্ধ্যার গঙ্গা স্রোতে স্রোতে!
কাছে দূরে অসম্ভব বিষন্ন দীর্ঘশ্বাস নিয়ে
আকাশ ভেসে যায় মধুময় বাংলার স্বপ্নে!
জেগে থাকা দিশাহারা যৌবন উদবাস্তু হয়ে,
পথের প্রতীক্ষায় পথে নেমেছে আজ!
মহা-সভার মহা-উৎসবে জীবন মৃত্যুর
অভিভাষণের বিরুদ্ধে ব্যর্থ জীবনের —
অভিনয় দক্ষতায়! বাস্তব জীবনে মৃত
মিছিলের নীরবতায় বুঁদ হয়ে আছি!
আরো জীবন চাই যে জীবন মৃত্যু দিতে পারে,
দিতে পারে অসংখ্য মৃত্যুর নব নব প্রাণ।

শংকর দাশ