উদভ্রান্ত নীরবতায়!

উদভ্রান্ত নীরবতায় ত্রিবেণীর সন্ধ্যায়,
দাঁড়িয়ে আছি অনুভূতির আহ্বানে!
জীবন্মুক্ত প্রশ্নেরা উত্তর খুঁজে চলে –
বয়ে চলা সন্ধ্যার গঙ্গা স্রোতে স্রোতে!

কাছে দূরে অসম্ভব বিষন্ন দীর্ঘশ্বাস নিয়ে
আকাশ ভেসে যায় মধুময় বাংলার স্বপ্নে!
জেগে থাকা দিশাহারা যৌবন উদবাস্তু হয়ে,
পথের প্রতীক্ষায় পথে নেমেছে আজ!

মহা-সভার মহা-উৎসবে জীবন মৃত্যুর
অভিভাষণের বিরুদ্ধে ব্যর্থ জীবনের —
অভিনয় দক্ষতায়! বাস্তব জীবনে মৃত
মিছিলের নীরবতায় বুঁদ হয়ে আছি!

আরো জীবন চাই যে জীবন মৃত্যু দিতে পারে,
দিতে পারে অসংখ্য মৃত্যুর নব নব প্রাণ।

ছবি: গুগল

শংকর দাশ

Published by B O I K A A L

লেখার স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের; কারোর থেকে অনুপ্রেরণা নিয়ে না অনুকরণ করে সে দায় বা দায়িত্বটি বইকাল ব্লগ নিতে অপারগ কেননা বিশ্বাস বস্তুটির ওপর ভর করে আমাদের পথ চলা শুরু; এটুকু আমাদের মার্জনা করা হবে আশা করি। যতিচিহ্ন সংক্রান্ত ব্যাপারে সম্পাদক কাজ করলেও লাইন স্পেশিং বা বানানের দায়ভার সম্পূর্ণ লেখকমন্ডলীর। ধন্যবাদ...❤

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started