★আঁচড়★
জন সমুদ্র চিরে হেঁটে যাচ্ছে সবাই ,কেমন নতুন মুখ ,
মুখ বললে ভুল হবে বরং চেহারা বলা যায় ।
অনেক দিন স্বপ্ন দেখেনি কেউই, কত রাত গত তার হিসেব ও গেছে ভুলে;
তবুও তারা হাত ধরতে চায় দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে ।
এগিয়ে যাচ্ছে সবাই সবার মত, আমিও এগোচ্ছি তাই।
এসব ফেলে সৌজন্যতা বড্ড আপদ বালাই ।
হেঁটেছি অনেক রাজপথ, মেঠো পথও করেছি পার ,
মুখগুলো সব ঝাপসা হচ্ছে,দেখা হবে না তো আর ,
কোনো এক শীতের সকালে,গায়ে পড়বে না আলতো রোদের ছোঁয়া
কুয়াশা কে কী কখনো যায় বৃষ্টির জলে ধোয়া?
আমরা সকলে ভিনদেশি,পরিচয় কিছু নেই।
অচেনা দেশের রাজা বদলে আমরা কেবল জয়ধ্বনি দিই।
★প্রেমের কবিতা নয়★
বসন্তের শুরুতে কোমোল হাওয়া গায়ে লেগে শিহরণ জাগায় ।
জানালার ধারে দাঁড়িয়ে শুনি
ভবিষ্যতের ফরমান,
এটা ওটা করতে হবে,না করলে ছাড় নেই
তৈরীই আছে গিলোটিন
নেমে আসবে সমাজের বিধান রূপে ,
ঠিক যেমন পৃথিবী ছুটছে আমাকেও ছুটতে হবে,
শরীরের মধ্যেও চলছে আজব দশা
জানি না কি করে হলো রক্ত ও লসিকার সখ্য।
আমার চোখ ফেটে নোনা জল পড়ে ,
খয়েরি দেওয়ালে আঁকিবুকি কাটি,
হিসেব মেলে না ,সমীকরণ দুর অস্ত ,
শেষ ইচ্ছে এটাই এই শহরে কেউ যদি মুঠো মুঠো ভালোবাসা ছড়িয়ে দিত।

: অরূপ