◆হটাৎ মন খারাপ করলে◆

আলোর মতন বয়স যাদের, জোয়ান রক্ত!
ইচ্ছেঘুড়ি সাজায় ওড়ায়- মর্জিমাফিক…
তারা আজকেও শান্ত অনেক, যেমন বরফ
অন্য পিঠের ফোঁড় গোনার মতই অযৌক্তিক।

মরছে মানুষ; জলের দরে অথচ শুকনো পথ-
ভেতর ভেতর ভাঙচুর। অস্বস্তি রীতি!
বাঁচতে হলে এক্কেবারে মরে যাওয়া নিয়ম
আধ মরা সন্ধ্যের কলঙ্ক ফুটেজ বর্তমান সম্প্রীতি।

সবাই সবটা জেনেশুনে তাও ভিক্ষা করে ন্যায়!
কিন্তু তফাৎ বোঝাতে লবঙ্গ রাখে পকেটে…
হটাৎ যদি কুয়াশা ভেঙে সূর্য উঠে যায়
সাবধান করেই মিথ্যে চিৎকার ঘুরিয়ে দেবে প্রসঙ্গ, অকপটে।

এত সহজই অঙ্ক ওরা কষছে বহুদিন।
ঝগড়া এবং কাটাকুটি-কে রেখে নেপথ্যে
স্রোতের হাওয়ায় গা ভাসিয়ে উদাস মুখগুলো
প্রশ্ন ভুলে মিশছে পিঁপড়ে সারিতে-
আলেয়া ডোবায়’ই শেষমেশ; আশার চোরা বালিতে!

ছবি: গুগল

: মধুপর্ণা

Published by B O I K A A L

লেখার স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের; কারোর থেকে অনুপ্রেরণা নিয়ে না অনুকরণ করে সে দায় বা দায়িত্বটি বইকাল ব্লগ নিতে অপারগ কেননা বিশ্বাস বস্তুটির ওপর ভর করে আমাদের পথ চলা শুরু; এটুকু আমাদের মার্জনা করা হবে আশা করি। যতিচিহ্ন সংক্রান্ত ব্যাপারে সম্পাদক কাজ করলেও লাইন স্পেশিং বা বানানের দায়ভার সম্পূর্ণ লেখকমন্ডলীর। ধন্যবাদ...❤

One thought on “◆হটাৎ মন খারাপ করলে◆

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started