আলোর মতন বয়স যাদের, জোয়ান রক্ত!
ইচ্ছেঘুড়ি সাজায় ওড়ায়- মর্জিমাফিক…
তারা আজকেও শান্ত অনেক, যেমন বরফ
অন্য পিঠের ফোঁড় গোনার মতই অযৌক্তিক।
মরছে মানুষ; জলের দরে অথচ শুকনো পথ-
ভেতর ভেতর ভাঙচুর। অস্বস্তি রীতি!
বাঁচতে হলে এক্কেবারে মরে যাওয়া নিয়ম
আধ মরা সন্ধ্যের কলঙ্ক ফুটেজ বর্তমান সম্প্রীতি।
সবাই সবটা জেনেশুনে তাও ভিক্ষা করে ন্যায়!
কিন্তু তফাৎ বোঝাতে লবঙ্গ রাখে পকেটে…
হটাৎ যদি কুয়াশা ভেঙে সূর্য উঠে যায়
সাবধান করেই মিথ্যে চিৎকার ঘুরিয়ে দেবে প্রসঙ্গ, অকপটে।
এত সহজই অঙ্ক ওরা কষছে বহুদিন।
ঝগড়া এবং কাটাকুটি-কে রেখে নেপথ্যে
স্রোতের হাওয়ায় গা ভাসিয়ে উদাস মুখগুলো
প্রশ্ন ভুলে মিশছে পিঁপড়ে সারিতে-
আলেয়া ডোবায়’ই শেষমেশ; আশার চোরা বালিতে!

: মধুপর্ণা
দারুন
LikeLike