শাড়ির কুঁচি ধরতে ব’লে ছড়ায় ছাতির আঁচল
ছড়ায় জড়ায় সাজ-শরমের মূল্যবোধের কাজল,
সামলানো দায় হামলানো সেই রহস্য সাতনরী
সামনে দাঁড়ায় উড়াল-দেওয়া ডানা-কাটা পরী;
কখনো ভুলে জাপটে’ ধরি কোমর-কুঁচির লতা
কখনো ধেয়াই জনারণ্যে তারই অনন্যতা।
কথা এবং কথার কুসুম মনের ব্যাকুলতা
মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা অন্ধ বিদগ্ধতা
বেলুনওয়ালার স্বপ্ন-ফেরি মেরী ক্রিসমাস মেরী,
ইচ্ছা-তরুর চাঁদমারিতে ডানা-কাটা পরী
রগড় করে, বেগার খাটায় ঘড়িঘন্টা-হারা,
দাঁড়াই তবু আস্ত বেকুব একবগ্গা বেচারা
রোখের মাথায় আজন্মকাল চালচুলোহীন হন্যে
হা-হতোস্মি মস্তিপনায় ব্যস্ত জনারণ্যে।
কন্যে তবু ডুমুরের ফুল সকাল দুপুর সন্ধ্যা-
দু’দণ্ড নয়, নতমস্তক বামন প্রহর বন্ধ্যা।

বদরুদ্দোজা শেখু