বামন প্রহর

শাড়ির কুঁচি ধরতে ব’লে ছড়ায় ছাতির আঁচল
ছড়ায় জড়ায় সাজ-শরমের মূল্যবোধের কাজল,
সামলানো দায় হামলানো সেই রহস্য সাতনরী
সামনে দাঁড়ায় উড়াল-দেওয়া ডানা-কাটা পরী;
কখনো ভুলে জাপটে’ ধরি কোমর-কুঁচির লতা
কখনো ধেয়াই জনারণ্যে তারই অনন্যতা।

কথা এবং কথার কুসুম মনের ব্যাকুলতা
মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা অন্ধ বিদগ্ধতা
বেলুনওয়ালার স্বপ্ন-ফেরি মেরী ক্রিসমাস মেরী,
ইচ্ছা-তরুর চাঁদমারিতে ডানা-কাটা পরী
রগড় করে, বেগার খাটায় ঘড়িঘন্টা-হারা,
দাঁড়াই তবু আস্ত বেকুব একবগ্গা বেচারা
রোখের মাথায় আজন্মকাল চালচুলোহীন হন্যে
হা-হতোস্মি মস্তিপনায় ব্যস্ত জনারণ্যে।
কন্যে তবু ডুমুরের ফুল সকাল দুপুর সন্ধ্যা-
দু’দণ্ড নয়, নতমস্তক বামন প্রহর বন্ধ্যা।

ছবি; সংগৃহিত

বদরুদ্দোজা শেখু

Published by B O I K A A L

লেখার স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের; কারোর থেকে অনুপ্রেরণা নিয়ে না অনুকরণ করে সে দায় বা দায়িত্বটি বইকাল ব্লগ নিতে অপারগ কেননা বিশ্বাস বস্তুটির ওপর ভর করে আমাদের পথ চলা শুরু; এটুকু আমাদের মার্জনা করা হবে আশা করি। যতিচিহ্ন সংক্রান্ত ব্যাপারে সম্পাদক কাজ করলেও লাইন স্পেশিং বা বানানের দায়ভার সম্পূর্ণ লেখকমন্ডলীর। ধন্যবাদ...❤

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started