খুব সুন্দর মুহূর্তে এক ফোঁটা অশ্রু জল;
বেদনায় গড়া তার শরীর!
মুগ্ধ প্রাণের উজ্জ্বলতা মেখে আছে,
হৃদয় মুক্তির আনন্দ ধারায়!
ঐশ্বর্য জ্বেলেছে সে পূর্ণ মিলনের…
হলুদ পৃথিবীর স্নেহ ভরা হৃদয়ে!
ব্যর্থ প্রণতির জব মালা দান,
বিচ্ছেদের নীল আলোর স্পর্শে;
মরীচিকা হয়ে যায় পূজা নিবেদন।
চিরদিনের মতো অসমাপ্ত থাকে ব্যাকুলতা!
খুব সুন্দর মুহূর্তে নীলাভ্র অশ্রু জলে,
বির্বণতায় সেজে থাকে লাবণ্য দৃষ্টি!

: শংকর দাস