সদ্য রক্তাত্ব দেহটা
এখনো পড়ে আছে চৌরাস্তার মোড়ে,
কত শত লোক জমা হয়েছে
রক্তাক্ত দেহটিকে ঘিরে ।
ছেলেটিকে পাড়ার কিছু মস্তান দাদারা
মেরে ফেলে গেছে সেখানে ,
তারা সবাইকে ভুলিয়ে দিয়েছে
স্বাধীনভাবে বেঁচে থাকার মানে ।
স্বাধীনতার মানে ভুলতে পারেনি
শুধু ওই ছেলেটি ,
তাই ওর পিঠে পড়েছে
শয়ে শয়ে লাঠি ।
সে যায়নি কোন পার্টির মিটিংয়ে
কোন পার্টির দিকে বাড়ায়নি তার হাত ,
উপরন্তু তাদের অন্যায়ের বিরুদ্ধে
সে করেছে প্রতিবাদ ।
তার সেই প্রতিবাদের মানে
পারেনি তারা মেনে নিতে ,
পারেনি তারা ছেলেটির প্রশ্নের
ঠিক ঠিক উত্তর দিতে ।
তাই অকালে খুন
হতে হল ছেলেটিকে ,
তাই আর কেউ সাহস পায় না
আঙ্গুল তুলতে প্রতিবাদের দিকে ।
সবাই আজ ভুলতে বসেছে
কাকে বলে স্বাধীনতা ,
কারণ আজ পাড়ার গলিতে গলিতে
জন্মে উঠেছে শয়ে শয়ে নেতা।

ছবি; গুগল
: স্বপ্নময় চন্দ্র