সব মেঘ বৃষ্টি হয় না
বৃষ্টি মানে কি শুধুই কোনো এক
অ্যাবস্ট্রাক্ট ছবি…
আমি মেঘের ভেতর
অনেক জলছবি দেখেছি
এঁকেছিও অনেকবার,
একটা ছবিও তোমার মতো নয়।
সাদা মেঘ কালো হয়ে আসে
কালো মেঘ গলে গিয়ে
দুধসাদা হয়।
সব মেঘ বৃষ্টি হয় না
সব বৃষ্টি কি আর শরীর ভেজায়!
নদীর গর্ভে আরো এক নদী থাকে
আকাশের বুকে যেমন সন্ধ্যাতারা…
অযুত বৎসর কাঙ্ক্ষিত জীবন
নক্ষত্রের ঘাসে ঘাসে ছায়া পড়ে রয়।
শিশির ভেজা গল্প সব
অ্যাবস্ট্রাক্ট ছবি হয়ে আসে।

: নীহার রঞ্জন দাস